আজকের শিরোনাম :

নন্দীগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:১৪

বগুড়ার নন্দীগ্রামে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর পথরোধ করে ৫ লাখ ৭ হাজার টাকা ছিনতাইকালে ৫ ভুয়া ডিবি পুলিশ কে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হলদিহাটা গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে সুরুজ মিয়া (২৭), একই জেলার সখিপুর উপজেলার কানুঘুঘু সাহেব কান্দি গ্রামের নুরুল হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফকির পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (২৮), বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার কনিকানা গ্রামের আরোজ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সাহেব উদ্দিন (৪৫)। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা আঞ্চলিক সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গির আলম নন্দীগ্রাম ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে সিএনজি যোগে বাড়ি ফেরার জন্য রওনা হয়।  

নন্দীগ্রাম পৌরসভার নামুইট মোড় এলাকায় আসলে একটি সাদা মাইক্রোবাস তার সিএনজির গতিরোধ করে। 

এরপর ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ী জাহাঙ্গিরকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে বগুড়ার পথে রওনা দেয় তারা।  

এ সময় সিএনজি চালকের সন্দেহ হলে সে বিভিন্ন রাস্তার সিএনজি চালক ও পুলিশকে বিষয়টি জানান। 

এরপর পুলিশ ও জনতা উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা আঞ্চলিক সড়কে ব্যারিকেট দিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। 

তখন ছিনতাইকারীরা মাইক্রোবাস থেকে নেমে বিভিন্ন দিকে পলানোর চেষ্টা করে। ওই সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।  

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন পাঁচ ছিনতাইকারীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের নিকট থেকে একটি পিস্তল সদৃশ বস্তু ও একটি ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে। 

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সাদা মাইক্রোবাস আটক করা হয়েছে।


এবিএন/অদ্বৈত কুমার আকাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ