আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা, ভাংচুর ও মারধর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ২০:০০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২৬ মে, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্ত্যাক্ত করাতে বাধাঁ দেয়ায় মেয়ের বাবার বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামল চালিয়ে ভাংচুর, মারধর, লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ।

অভিযোগে প্রকাশ, উপজেলার কুড়িপাইকা (বোয়ালমারী) গ্রামের আজিজার রহমানের নাতনী পারগয়ড়া বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী (১৩)কে প্রতিনিয়ত বিদ্যালয়ে যাতায়াতের সময় বিভিন্ন প্রকার কু-প্রস্তাবসহ উত্ত্যাক্ত করে আসত একই গ্রামের এজবার আলীর ছেলে রিপন মিয়া। আজিজারের নাবালিকা নাতনী তাদের ওই কু-প্রস্তাবে রাজী না হয়ে বাড়িতে গিয়ে তার অভিভাবকদেরকে জানায়।

অভিভাবকরা বকাটে রিপনের বাড়ীতে গিয়ে তার অভিভাকদের বিষয়টি জানায় এবং ভবিষ্যতে যেন উত্ত্যাক্ত করতে বারন করে। এতে রিপন মিয়া আরও ক্ষিপ্ত হয়ে আজ শনিবার রাত্রি অনুমানিক ৮টার দিকে ধারালো অস্ত্রসহ তার সহযোগী ৭/৮ জনের সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর, ড্রয়ারের রক্ষিত নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়।

এছাড়াও পরিবারের লোকজনদেরকে মারধর করে এবং খুন জখমসহ নাতনীকে অপহরণ করাবে বলে হুমকি ধামকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে আজিজার রহমান বাদী হয়ে রিপনসহ ৭/৮ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ