আজকের শিরোনাম :

চিতলমারীতে একই পরিবারের ৪ জনকে হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৮

বাগেরহাটের চিতলমারীতে খাবারে দুর্বৃত্তদের চেতনানাশক প্রয়োগে একই পরিবারের ৪জন অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার সকালে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চরবানীয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুকুল কুমার মন্ডল জানান, উপজেলার চরডাকাতিয়া গ্রামের কেশব মন্ডলের বাড়িতে দুর্বৃত্তরা কৌশলে রাতের খাবারে চেতনানাশক প্রয়োগ করে। ওই খাবার খেয়ে কেশব মন্ডল (৯০), কামনা মন্ডল (৪০), কামনার মেয়ে ঋতু মন্ডল (১৬) ও ছেলে সুব্রত মন্ডল (১২) গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে বিষয়টি প্রতিবেশিরা জানতে পেরে তাদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হবে।
 

এবিএন/এস এস সাগর/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ