আজকের শিরোনাম :

সুবর্ণচরে ধর্ষনের শিকার গৃহবধূকে সরকারি জায়গায় পূনর্বাসনের আশ্বাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১২:১৪

সুবর্নচরে গণধর্ষনের শিকার গৃহবধুকে  সরকারি জায়গায় পূনর্বাসনের আশ্বাস দিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে এসে তাঁর চিকিৎসার বিষয়ে সর্বাধিক সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে কথা বলেন।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীপ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউছুপসহ নোয়াখালী জেলার উচ্চ পদস্থ  প্রশাসনিক  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
এ দিকে শনিবার থেকে রোববার বিকাল পর্যন্ত এ মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মধ্যবাগ্যা গ্রামের টোকাইয়ের ছেলে সালা উদ্দিন (৩৫), একই গ্রামের ছেরু মিয়ার ছেলে আবুল ও রফিক উল্যা ছেলে মুরাদ (২২)।

এ নিয়ে মামলার এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত থাকা অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে (ডিবি) হসÍান্তর করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের দায়িত্ব ডিবি  ইন্সপেক্টর জাকির হোসেনকে প্রদান করা হয়েছে। 

এবিএন/গোলাম মহিউদ্দিন নসু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ