আজকের শিরোনাম :

সুনামগঞ্জে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:০০

সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১টায় এনজিও সংস্থা ব্র্যাক টিইউপি কর্মসূচীর আয়োজনে হেজবুত তওহীদের বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেনের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

হেজবুত তওহীদ এর বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও এনজিও সংস্থা ব্র্যাকের তাহিরপুর উপজেলা শাখার প্রোগ্রাম অর্গানাইজার রাজীব রায়ের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেজবুত তওহীদ এর বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন। 

এ ছাড়াও বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার,মোঃ সাদেম আলী, মোঃ আব্দুর রব,মোঃ আব্দুল লতিফ, মোঃ গোলাম মিরাজ, দিলীপ কুমার দাস, হেলাল উদ্দিন প্রমুখ। 

নেতৃবৃন্দরা বলেন, গত একসপ্তাহে উত্তরবঙ্গের মতো হাওরের জেলায় শীত ঝেঁেক বসায় ওখানকার নি¤œআয়ের মানুষজন শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছেন।  

নি¤œআয়ের মানুষজন প্রচন্ড ঠান্ডার কারণে কাজের সন্ধানে ঘরের বাহিরে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। 

ঐ সমস্ত খেটে খাওয়া মানুষজনের পাশে দাড়াঁতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।   

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ