আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় শীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৫

চুয়াডাঙ্গায় তীব্র শীতে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। 

গত কয়েকদিনে শিশুসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন।

এ দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি কক্ষ নিয়ে ডায়রিয়া ওয়ার্ড। তা ছাড়াও বেড স্বল্পতার কারণে হাসপাতালের মেঝেতে মাদুর বিছিয়ে ও বারান্দায় আক্রান্ত রোগীদের রাখায় অসুস্থতার ঝুঁকি বাড়ছে বলে জানান কর্তব্যরত সেবিকারা। 

ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনরা জানান, তীব্র শীতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কোন জায়গা নাই। মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে চিকিৎসক ও কর্মরত সেবিকারা হিমশিম খাচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন খাইরুল আলম জানান, আবহাওয়া পরিবর্তন, বাসি খাবার খাওয়াসহ নান কারণে শিশু ও সব বয়সের মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। 

গত কয়েকদিনে জেলায় ডায়রিয়া রোগের প্রাদূর্ভাব বেড়েছে অনেক। আর বহির্বিভাগ থেকে প্রতিদিন ১০০ জনের ও বেশী জন ডায়রিয়া ও শীতজনিক রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে। গত তিনদিনে শতাধিকের বেশী রোগী চিকিৎসা নিয়েছে।

তিনি আরো জানান, রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশী ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। 

ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

এবিএন/সনজিত কর্মকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ