আজকের শিরোনাম :

ডোমারে বিল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১২:৪৬

জলাশায় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার ডোমারে চামুয়ার বিল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা চামুয়ার বিল সংলগ্ন মাঠে এ কাজেব উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিরা শিরিন।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিরা শিরিন। উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তিবদ্ধ ভুমিহীন সমিতির দলনেতা বাসুদেব দাস এ সময় বক্তব্য রাখেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসপ্তদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে চামুয়ার বিল পুনঃখনন কাজে মাটির পরিমাণ প্রায় ১৩ হাজার ঘনমিটার। ১৫ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যায়ে ৩১ মার্চ এ প্রকল্পের কাজ শেষ হবে। 

সুফলভোগী ১৫ জন সদস্য এর মধ্যে মহিলা সদস্য ৫জন মিলে চামুয়ার বিলে মৎস্য চাষ করে আসছেন। 

বিলটি খননের পরে মাছের উৎপাদন বহুগুণ বেড়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ