বাহুবলে পুরাতন বই বিতরণের অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:১২

হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই’র বদলে পুরাতন বই বিতরণের অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কিন্তু বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বই বিতরণ করা হয়।  এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়।  বুধবার তদন্তের পর বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

বুধবার এ বিষয়টি নিয়া তদন্ত করা হয়।  তদন্তে সত্যতা পেয়ে সহকারি শিক্ষিকা ফাতেমা বেগম কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  প্রধান শিক্ষক মো: মহসিন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ