আজকের শিরোনাম :

নন্দীগ্রামে নামুইট খাল খননের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামুইট খালটি পুন:খনন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলার নামুইট খাল পুন:খনন কাজ এক কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ১১.৭ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার।

বগুড়ার নির্বাহী প্রকৌশলী (সওকা) মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহা: মশিদুল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, সহকারী প্রকৌশলী (সওকা) স্বপ্নীল রয়, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আ.লীগ নেতা জুলফিকার আলী, কাউন্সিলর রহমত আলী, ইউপি সদস্য ইদ্রিস আলী প্রমূখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মাসউদুল করিম রানা।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ