আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় পোস্টার, ব্যানার অপসারণের নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪

চুয়াডাঙ্গার সব এলাকাতেই ছেয়ে আছে সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার-পোস্টারে। 

নির্বাচন শেষ হওয়ার পরও চুয়াডাঙ্গা এখনও পোস্টারের শহর। তাই শহরের সৌর্ন্দয্য ফেরাতে অপসারণের কাজে নেমেছে চুয়াডাঙ্গা পৌরসভা।

ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানসহ পৌর এলাকার পাড়া মহল্লায় প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সবখানেই ছেয়ে আছে পোস্টার আর ব্যানারে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়। 

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থী নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকার সব ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করার কথা। 

কিন্তু, চুয়াডাঙ্গা-২টি সংসদীয় আসনে অংশগ্রহণকারী ১০ জন প্রার্থীর কেউই সেই নির্দেশনা মানছেন না। তাই পৌর পরিষদের পরিচ্ছন্নতা কর্মীরা শহর থেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রমে নেমেছে। 

তিনি আরো জানান, চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবক আমি। তাদের ভাল মন্দ আমাকেই ভাবতে হয়। শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখাও আমার দায়িত্ব। 

জেলা প্রশাসকের অনুরোধে পৌর পরিষদ নিজ দায়িত্বে এসব পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে। 

আগামী ৪৮ ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা শহর থেকে সব ব্যানার ফেস্টুন ও পোস্টার নামিয়ে শহরকে পরিচ্ছন্ন করারও নিদের্শনা দেন তিনি।

এবিএন/সনজিত কর্মকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ