আজকের শিরোনাম :

কুড়িগ্রাম-৪ আসনে জামানত হারাচ্ছেন ১৪ প্রার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫

কুড়িগ্রাম-৪(চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত রক্ষার ন্যূনতম ভোট না পাওয়ায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।

তবে ১৪ প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ গোলাম হাবিব ও গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার দুপুরের আগেই ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন। এই দুুই প্রার্থীর মধ্যে সাবেক সাংসদ গোলাম হাবিব সিংহ প্রতীকে পেয়েছেন ৭৩১৮ ভোট ও গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার পেয়েছেন ২৭৭৫ ভোট। 

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী আশরাফ-উদ-দৌলা আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেও তিনি লাঙ্গল প্রতীকে ৩৩৩ ভোট পেয়েছেন। 

বাকি ১১ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আনছার উদ্দিন হাত পাখা প্রতীকে ভোট পেয়েছেন ৩,৫৪১, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মোঃ আবুল বাশার মঞ্জু মই প্রতীকে পেয়েছেন ৫২৭ ভোট, গণতান্ত্রী পার্টির মোঃ আব্দুস সালাম কালাম কবুতর প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট, বাংলাদেশ বিল্পবী ওয়াকার্স পার্টির মোঃ মহি উদ্দিন আহম্মেদ কোদাল প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট, গণফোরামের মোঃ মাহফুজার রহমান উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ২৫ ভোট, জাকের পার্টির মোঃ শাহ আলম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১,২৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবিদ আলভী জ্যাপ ফুলকপি প্রতীকে পেয়েছেন ৩০২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম আপেল প্রতীকে পেয়েছেন ৪১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইফনুছ আলী কুড়াল প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমান আলী ডাব প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট। 


অন্যদিকে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

এ দিকে কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ১২০ জন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯। এ আসনে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন।

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ