আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় নৌকা প্রতীক ছাড়া জামানত হারালেন সবাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৮ প্রার্থীর জামানত হারায়।

জামানত হারানো প্রার্থীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ ২৩,১২০ ভোট), জাতীয় পার্টির অ্যাড. সোহরাব হোসেন (লাঙ্গল- ৪,৬৭৬ ভোট), মুসলিম লীগের মেরিনা আক্তার (হারিকেন- ১,৪৯৬ ভোট) ও ইসলামী আন্দোলনের জহুরুল ইসলাম (৬,৯৭৩ ভোট)। শুধুমাত্র বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা- (৩,০৯,৯৯৩ ভোট) জামানত ফেরত পাবেন।

চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ৮৪৫ ভোট। মোট ভোট কেন্দ্রের সংখ্য্যা ১৭৩টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ২৫৮টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৬৬ টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৯২৪ টি। চুয়াডাঙ্গা-১ আসনে প্রদত্ত ভোটের একভাগ হল ৪৩ হাজার ৬১৫ ভোট।

চুয়াডাঙ্গা-২ আসনে জামানত হারানা প্রার্থীরা হলেন, বিএনপির মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ-২৬,৯২৪ ভোট), জাকের পার্টির আব্দুল লতিফ খান (গোলাপ ফুল-৫,২১২ ভোট), ইসলামী আন্দোলনের মো. হাসানুজ্জামান (হাতপাখা-৪,১০৪ ভোট) ও গণফ্রন্টের শেখ লালন আহম্মেদ (মাছ- ৫৪৮ ভোট)। শুধুমাত্র বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ আলী আজগর টগর (নৌকা-২,৯৮,৮৩৭ ভোট) জামানত ফেরত পাবেন।

এই আসনে মোট ভোটোরের সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ২৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬১ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৬২৫। বাতিলকৃৃত ভোটের সংখ্যা ২,৬৪২।

সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ২৬৭। চুয়াডাঙ্গা-২ আসনে প্রদত্ত ভোটের একভাগ হলো ৪২ হাজার ২৮৩ ভোট।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাতিল হয়ে যাবে। এ টাকা নির্বাচন কমিশনের তহবিলে জমা থাকবে।


এবিএন/সনজিত কর্মকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ