আজকের শিরোনাম :

নন্দীগ্রামে শিক্ষকের কাজে বাধা দেয়ার অভিযোগে কারাদন্ড ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

বগুড়ার নন্দীগ্রামে স্কুলের কাজে বাধা দেয়ার অভিযোগে নজরুল ইসলাম (৫২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নজরুল ইসলাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ উত্তর পাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

আজ বুধবার বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমনি আখতার ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান জানান, বুধবার সকালে সরিষাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নেছার নিকট থেকে স্কুলের ল্যাপটপ চায় স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম। তখন প্রধান শিক্ষক তাকে ল্যাপটপ না দিলে সে প্রধান শিক্ষককে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।

এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার পুলিশ নিয়ে দ্রুত ঘটনা স্থলে যান এবং সেখান থেকে প্রধান শিক্ষককে উদ্ধার ও নজরুল ইসলাম কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত নজরুল ইসলামের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ