আজকের শিরোনাম :

সমাপনিতে সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় শতভাগ পাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১৬:৫৬

সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসা প্রতিবারের মত এবারও সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে ৫ম শ্রেণি সমাপনি পরীক্ষায় ২জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে। এবং জেডিসি পরীক্ষায় ৮৯.৪৭% পাশ করেছে।

 মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জানান, উত্তর চট্টগ্রামের এক মাত্র মহিলা প্রতিষ্ঠান যুবাইদিয়া মাদ্রাসাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবদি সুনামের সাথে বিভিন্ন পরীক্ষায় ভাল ফলাফল করে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বর্তমানে ১ম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছাত্রী রয়েছে ।

 মাদ্রাসা থেকে পড়ালেখা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জীবনে সফলতা লাভ করেছে। গত বছর প্রতিষ্ঠানের এক ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ১ম ক্লাস ফাস্ট হয়ে বর্তমানে সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউল আলম প্রতিষ্ঠানের ভাল ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ