আজকের শিরোনাম :

প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ নিলো ৪ পিয়ার এডুকেটর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ২২:০৯

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় ও ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের এর আয়োজনে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ পেয়েছে কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের ৪ পিয়ার এডুকেটর।  এরা হলেন- ফারজানা আক্তার,মো:আমানউল্লাহ রাব্বি,তামান্না,বিবি ফাতেমা সীমা।

ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর এই প্রশিক্ষন শেষ হয়।  প্রশিক্ষণে দুযোর্গ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষন এর আয়োজন করা হয়।  

এছাড়াও প্রশিক্ষনে প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারনা, শক, ফিট, মূর্চ্ছা,অজ্ঞান হওয়া, রক্ত ক্ষরনের সময় করণীয়,ক্ষতও ক্ষতের পরিচর্যা সহ নানা বিষয় প্রশিক্ষণে শিখানো হয়।  এসময় পিয়ার লিডার রাব্বি, ফারজানা জানান, এই ধরনের প্রশিক্ষণ আমাদের খুব ভালো লেগেছে।  এই প্রশিক্ষণ আমাদের বাস্তব জীবনে যেমন কাজে লাগবে। তেমনি আমাদের দক্ষ ট্রেইনার হিসাবে গড়ে তুলেব। প্রশিক্ষনে ২৫ জনসেচ্ছাসেবক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।  
 
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ