আজকের শিরোনাম :

পাঁচবিবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে পৌরসভার ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

 অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম ও আতিকুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, সভাপতি এটিএম জাহিদুর রহমান রানা প্রমুখ।

এর পূর্বে দারুল ইসলাহ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন  করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক আবুল বাশার, স্থানীয় কাউন্সিলর আব্দুল রাজ্জাক সহ শিক্ষকবৃন্দ ও অভিভাবক মন্ডলী, গোড়না সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানে সুপার মোঃ জোবায়ের হোসেনের সভাপতিত্বে বই বিতরণের উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম ও সদস্য মনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 জাবেকপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন সভাপতি বকুল হোসেন, উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নার্গিস আক্তার, সিনিয়র শিক্ষক শৈলেশ চন্দ্র প্রামানিক, শিক্ষক আনোয়ার হোসেন, সদস্য আমজাদ হোসেন, ইমরান হোসেন সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

ধাপেরহাট দাখিল মাদ্রাসায় বই বিতরণের উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদদ্য আলম হোসেন চঞ্চল ও মাদ্রাসার সুপার রেজাউল করিম, পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহারুল ইসলাম, কল্পনা, শিক্ষক আফরোজা বেগম ও আনোয়ারুল হক সহ শিক্ষক অভিভাবকবৃন্দ।

ভারাহুত শিরট্টী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদুল হক ও প্রধান শিক্ষিকা নাজমা আক্তার বানু, এ সময় শিক্ষক তৌহিদুল আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হবিবর রহমান, অভিভাবক সদস্য বেলাল হোসেন সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই সময় নতুন বই বিতরণের খবর পাওয়া গেছে।


এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ