আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় বই উৎসবের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০১৯ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

এতে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান। বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।

বই উৎসবে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উদাহরণ তৈরি করতে পেরেছে সরকার। পৃথিবীর অন্য কোনো দেশে একযোগে বছরের প্রথম দিনেই একসাথে এত বই বিতরণ করতে পারে নাই।

তিনি আরও বলেন, একমাত্র শিক্ষাই পারে একটা দেশের পরিবর্তন করতে, দেশের ভাগ্য পরিবর্তন করতে, তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তার এই সুফল আজকের বিনামূল্যে বই বিতরণ উৎসব।

বই উৎসবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, সিব্বির আহমেদ, আমজাদ হোসেন, খাইরুল ইসলামসহ কর্মকর্তাগণ।


এবিএন/সনজিত কর্মকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ