আজকের শিরোনাম :

তাড়াইলে বই উৎসব অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১৭:০৮ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৭:৩৩

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশর মতো কিশোরগঞ্জের তাড়াইলেও প্রাথমিক  ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান আজিজুল হক ভূইয়া  ও নির্বাহী অফিসার লুৎফুন নাহার ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাড়াইল উপজেলায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন।

তাড়াইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ২২ হাজার ৪ শত ১৯ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের  প্রায় ১৩ হাজার ১০০ জন শিক্ষার্থীদের হাতে একযোগে বই তুলে দেয়া হচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোখিয়া বেগম,

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  এ কে এম গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত শারমিন ও তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান প্রমুখ।

 

এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ