আজকের শিরোনাম :

ভোলায় উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

সারাদেশের মতো ভোলা জেলায় উৎসবমূখর পরিবেশে বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে প্রথমে ভোলা সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। পরে তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন।

এছাড়াও সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ। এসময় কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হক।

 এসময় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ম্যনেজিং কমিটির সদস্য মো. আব্দুল মালেকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পর্যায়ক্রমে ভোলার সাত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

এবছর ভোলা জেলার মাধ্যমিক, দাখিল মাদ্রসা, ইবতেদায়ি, কারিগরী ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ লাখ ছাত্র/ছাত্রীদের মাঝে ৫৩ লাখ ১হাজার ৫শ ৬৩ বই বিতরন করা হয়েছে।

বই বিতরণ উৎসবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। তাই বাংলাদেশে আগের চেয়ে শিক্ষার মান অনেক বেড়েছে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আজ থেকে আনন্দের সাথে পড়াশুনায় মনযোগী হওয়ার আহবান জানান।


এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ