আজকের শিরোনাম :

কয়রায় বই বিরতণ উৎসব পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ১৩:৩১

কয়রার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ সালের নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। 

এ উপলক্ষে গত ১ জানুয়ারি সকাল ১০টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেন। 

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সহিদ সরোয়ারসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

সকাল ১১টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম সহ শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

অনুরূপ জায়গীরমহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, চান্নিরচক এলসি মাধ্যমিক বিদ্যালয়, গিলাবাড়ি ভিকে ইউনাইটেড একাডেমি, চৌকুনি মাধ্যমিক বিদ্যালয়, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়, বাগালি এমএম মাধ্যমিক বিদ্যালয়, হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়, জাকারিয়া শিক্ষা নিকেতন, গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল জব্বার কলেজিয়েট স্কুল, বেদকাশি কলেজিয়েট স্কুল, শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিন বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চক কামিল মাদরাসা, সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, ঘুগরাকাটি ফাজিল মাদরাসা, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসা, মদিনাবাদ দাখিল মাদরাসা, আছিয়া মহিলা মাদরাসা, পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। 

এবিএন/শাহীন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ