আজকের শিরোনাম :

মানিকগঞ্জের তিনটি আসনেই জয়ী আওয়ামীলীগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থীরা।

মানিকগঞ্জ জেলা এক সময়ে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সাল থেকে জেলার তিনটি আসনই মহাজোটের দখলে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ ২ আসনে মমতাজ বেগম, মানিকগঞ্জ ৩ আসনে জাহিদ মালেক স্বপন বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জ ১ আসনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয়। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল হামিদ ডাবলু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুর্জয় পান ২ লাখ ৫১ হাজার ৯৫৫ ভোট এবং ডাবলু পান ৫৬ হাজার ৪৪৭ ভোট। জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ ১ নির্বাচনী আসন গঠিত। এখানকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬১০ জন। এদের নারী ভোটার ১ লাখ ৯২হাজার ৪৮৯ জন। আর পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ১২১ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৬৫ টি।

মানিকগঞ্জ ১ আসনে আ.লীগ মনোনীত (নৌকা) এ.এম নাঈমুর রহমান দুর্জয়, বিএনপি মনোনীত (ধানের শীষ) এ্যাড. আব্দুল হামিদ ডাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ মুসলীম লীগ (হারিকেন) প্রতীকে মো. ফারুক হোসেন আসাদ নির্বাচনে প্রতিদন্ধীতা করেন।

মানিকগঞ্জ ২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন মমতাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ ২ নির্বাচনী এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫।

মানিকগঞ্জ ৩ আসনে পুনরায় জয়লাভ করেছেন আওয়ামীলীগ প্রার্থি জাহিদ মালেক স্বপন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন গনফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল।

নৌকা প্রতীকে জাহিদ মালেক স্বপন পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯৬ ভোট এবং কামাল পেয়েছেন ৩০ হাজার ৩৮১ ভোট। জেলার সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ ৩ সংসদীয় আসন। এখানকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৭২২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬১ হাজার জন ৫৩৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১৮৮ জন।

মানিকগঞ্জ ৩ আসনে আ'লীগ মনোনীত (নৌকা) জাহিদ মালেক স্বপন, গণফোরাম মনোনীত (উদিয়মান সূর্য) মফিজুল ইসলাম খান কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ইব্রাহিম হোসেন এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি (কোদাল) প্রতীকে মো. রফিকুল ইসলাম অভি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
 

এবিএন/সোহেল রানা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ