আজকের শিরোনাম :

যশোরে ৬টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীর জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬

১১তম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে। তবে ঐক্যফ্রন্ট (বিএনপি) প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে আওয়মী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন ২০৯০৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছে ৪৮০২ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন ৩৩২০৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন পেয়েছে ১২৯৮৮ ভোট।

যশোর -৩ (সদর ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র ৩৬১৩৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১৭১০ ভোট।

যশোর -৪ (বাঘারপাড়া-অভয়নগর ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিৎ কুমার রায় ২৭৬২৮১ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী টি এস আইয়ূব পেয়েছে ২৫৯১৯ ভোট।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ২৪৩৩৮২ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছে ২৩১১২ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাত আরা সাদেক ১৫৪০৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৫৫৪৮ ভোট।

এবিএন/ইয়ানূর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ