আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় বেসরকারিভাবে নির্বাচিত সোলায়মান ও টগর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:২২

উন্নয়নের সঙ্গী হয়ে আবারো নৌকাতেই ভরসা রেখেছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী হ্যাট্টিক করলেন। ভোটাররা আবারও ভোট দিয়ে উন্নয়নের প্রতীক নৌকাকেই বিজয়ী করেছে।

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে একাদশ সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও হাজী আলী আজগর টগর। এ নিয়ে টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হলেন।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস।

প্রাপ্ত ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ২৫হাজার, ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন, ২৪ হাজার ৪০৩ ভোট।

চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ৩৭১ জন ও নারী ২ লাখ ২০ হাজার ৪৭৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৭৩ টি।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আজগর টগর টানা তৃৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদ হাসান খাঁন বাবু পেয়েছেন ২৭ হাজার ৫৯২ভোট।

চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ২৫৬ জন ও নারী ২ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিলো ১৬১ টি।

এবিএন/সনজিত কর্মকার/গারিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ