আজকের শিরোনাম :

কর্মসৃজনের লোক দিয়ে ইউপি চেয়ারম্যানের আলু ক্ষেতে কাজ করানোর অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলমপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের আলু ক্ষেতের জমিতে কর্মসৃজনের (ইজিপিপি) লোক দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত বুধবার উপজেলার আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ তার নিজের আলু ক্ষেতে কর্মসৃজনের লোক দিয়ে রোপনের কাজ  করছিলেন। চলতি অর্থ বছরের ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডে কর্মসৃজনের মোট ৪৪ জন লোক দিয়ে রাস্তা সংস্কারের নিয়ম থাকলেও ইউপি চেয়ারম্যান নিজের জমিতে আলু রোপনের কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

এসময় ঐ আলু ক্ষেতে কর্মসৃজনের (ইজিপিপি) আছমা বেগম, মালতি রায়, সালমা বেগম, আজিজুল ইসলাম, আর্জিনা বেগম,দেলদার হোসেন, চৌকিদার অলিয়ার রহমানসহ মোট ৪৪ জন আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ এর আলু ক্ষেতে কাজ করছিলেন।  ইউপি সদস্য গোবিন্দ রায় বলেন, প্রায় সময় চেয়ারম্যান বাড়ির ও ক্ষেতের কাজ করি নেয়।

এবিষয়ে ওই ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ বলেন, আমার  জমিতে আধা বেলা আলুর (নাগাইছে) রোপনের কাজ করছে।  সবায় এরকম কর্মসৃজনের লোক দিয়া কাজকাম করি নেয়।  ঠিক মতে যারা আইসে না তারাও টাকা পায়।

ক্ষোভ প্রকাশ করে বলেন, মেম্বারের লোকজন একদিনো কামত আইসে না। তারাতো সবায় বাড়ির কাজ-কাম করি নেয়।  তাক কায়ো কননা।  আমি কোটে এনা আলু নাগে নিছি তাকে ফির সবায় ফোন করোছে।

এবিষয়ে উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন,আমি সবখানেই  মোটামুটি খোজ খবর রাখি। তবে আলমপুর ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। ওই দিন আমি নিজেই আলু রোপনের চিত্র দেখেছি। আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অঃদাঃ কর্মকর্তা আব্দুল মমিন বলেন, বিষয়টি জেনেছি খুব দ্রুত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ