আজকের শিরোনাম :

বাজিতপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৬

কিশোরগঞ্জের বাজিতপুরে বৃহস্পতিবার সন্ধ্যায়  আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

পুলিশ এ সময় ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলির শব্দে শহীদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল জানান, বাজিতপুরের সরারচরে তার বাড়ি ঘিরে পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। 

এ সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে সরারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ব্যবসায়ী মো. শহীদ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

স্থানীয়রা জানান, গুলিবর্ষণের সময় শহীদ মিয়া সরারচর পুরানবাজারে নিজের দোকানে বসা ছিলেন। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তিনি নিচে পড়ে যান। পরে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাজিতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সরারচরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলির শব্দে আতঙ্কিত হয়ে মারা যাবার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।

এবিএন/নাজমুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ