আজকের শিরোনাম :

তিতাস আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এসময় উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়েনের নয়াকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আওয়ামী লীগের আবদি মেম্বার গ্রুপ ও একই গ্রামের বিএনপির রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  তারই জের ধরে বৃহস্পতিবার সকালে আবদি মেম্বার গ্রুপের সালমা আক্তার (২৮) তার ছেলে আরাফাত (৭)কে একই গ্রামের মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে রমজান গ্রুপের সাদ্দামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং উভয় গ্রুপের ৬জন আহত হয়।

আহতরা হলো, আজহারুল (৩৩), সালমা (২৮), আমান (৩০), সোলেমান খান (২৮), শাহিনুর আক্তার (৩৫) ও ফজলে রাব্বী (১৮)।  আহতরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এবিএন/কবির হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ