আজকের শিরোনাম :

দৌলতখানে শিখন কেন্দ্র উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় ভোলা জেলার দৌলতখানে গতকাল মঙ্গলবার ৮নং ওয়ার্ড, ৯নং ভবানীপুর ইউনিয়নের আব্দুল মন্নান মৃধা বাড়ী কেন্দ্রের উদ্বোধন করার মধ্য দিয়ে উপজেলার ৩০০ শিখন কেন্দ্রের পাঠদান আরম্ভ করা হয়েছে।
উদ্বেধনী অনুষ্ঠানটি দৌলতখান উপজেলার নির্বাহী অফিসারের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনুন নাহার রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুন্সি ওবায়েদউল্যাহ রতন, সাবেক চেয়ারম্যান, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন চৌধূরী।  সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল মালেক, প্রকল্প ব্যবস্থাপক, অগ্রদূত সংস্থা।

উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৩০০ শিখন কেন্দ্রের ৬০০ শিক্ষক-শিক্ষিকা, ১৫ জন সুপারভাইজার এবং ১টি কেন্দ্রের ৩০জন মহিলা শিক্ষার্থী ও ৩০জন পুরুষ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  উপজেলা নির্বাহী অফিসার উন্নয়ন কর্মকান্ডসহ মৌলিক সাক্ষরতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এবিএন/আদিল হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ