দুর্গাপুরে পুন:খাল খনন কাজের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

‘‘শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্ল্যান, শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বেলতলী খালের পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ শত বর্ষের ডেল্টা প্ল্যান ৬৪ টি জেলার অভ্যান্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূন:খনন প্রকল্পের (১ম পর্যায়)।

 এ প্রকল্পে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার বেলতলী খালের প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন নদ-নদী খাল সমুহ এই প্রকল্পের আওতায় খনন কাজ করা হবে।

আজ বুধবার দুপুরে সুসঙ্গ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) এ.এস.এম রিয়াদ হাসান গৌরব।

 এসময় পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নায় আবেদীন, প্যানেল মেয়র নুরুল আকরাম খান, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী, গোলাম কিবরিয়া, পৌর ইঞ্জিনিয়ার নওশাদ আলম, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ