আজকের শিরোনাম :

ঝিনাইদহ-৩ আসনে জামায়াত নেতা ও তার স্ত্রী গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:২৪

ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান (৬৫) ও তার স্ত্রী নাজমা রহমানকে (৫৫) নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে।

এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাসীর পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যা নাশকতার কাজে সে ব্যবহার করতো। 

তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে। মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। তবে ঢাকার কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানাননি পুলিশ কর্মকর্তারা।


এবিএন/যবনিকা/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ