আজকের শিরোনাম :

সারাদেশ নৌকার জোয়ারে ভাসছে : খালিদ মাহমুদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব ও রাষ্ট্র সবার।  এজন্য বঙ্গবন্ধু সমতার ভিত্তিতে ১৯৭২ সালের সংবিধান রচনা করেছিলেন।  আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য আছি এবং আগামীতেও আরো বেশী ঐক্য হতে হবে। নৌকা মানে শান্তি, নৌকা মানে সমতা, নৌকা মানে প্রবৃত্তি ও নৌকা মানে উন্নয়ন। এ কারণেই নৌকার কোন বিকল্প নাই। বর্তমানে সারাদেশ নৌকার জোয়ারে ভাসছে। বিরল-বোচাগঞ্জের মাটি নৌকা ও শেখ হাসিনার ঘাটি। যিশু সারাজীবন মানবতার জন্য যুদ্ধ করেছেন। সকলের মঙ্গল কামনা করেছেন।

আজ মঙ্গবার শুভ বড়দিন উপলক্ষে উপজেলার শেনগ্রাম ফেইদ বাইবেল চার্চ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।   

এসময় শেনগ্রাম ফেইদ বাইবেল চার্চ এর মাঠ প্রাঙ্গনে খ্রিষ্টান এসোসিয়েশন এর সভাপতি মাইকেল উত্তম কুমার রায় এর সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এবিএন/সুবল রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ