আজকের শিরোনাম :

সদরপুরে গর্ত ভরা সড়ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ১৯:৫২

সদরপুর (ফরিদপুর), ২৫ মে, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকা দীর্ঘদিন যাবত খানাখন্দে থাকায় এলাকাবাসী স্থানীয় এমপি নিক্সন চৌধুরীর নিকট খানাখন্দের সংস্কারের দাবী করলে তিনি সংস্কার করতে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরকে বলেন বলে জানান আফজাল হোসালর কাজী কুদ্দুস।

আজ শুক্রবার বিকেলে হঠাৎ করে ট্রাক দিয়ে কলেজ মোড় এলাকায় রাবিশ ফেলা হয়। সম্প্রতি বৃষ্টিতে জমে থাকা পানির উপর রাবিশ ফেলার কারনে সড়কে কর্দামা(কাদা)যুক্ত হয়। ওই সড়কটি বর্তমানে দুর্ঘটনা প্রবন এলাকা হিসাবে মনে করছেন পথচারিরা।

এ ব্যাপারে স্থানীয় জনগন রাবিশের পরিবর্তে ভালো ইটের খোয়া দিয়ে গর্ত ভরাটের দাবি জানান।

পথচারি মান্নান মোল্যা জানান, যেভাবে রাবিশ ব্যবহার করা হচ্ছে তাতে ভালোর চেয়ে চলাচলে আরও ভোগান্তি বাড়বে।

স্থানীয় আফজাল হোসালর কাজী কুদ্দুস বলেন, যা দিয়ে সংস্কার করা হচ্ছে এতে জনগণের ভোগান্তি বাড়বে। পরিবেশ খারাপ হবে। আমি এর দাবি জানিয়ে বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাহাতে ভালো ইটের খোয়া দিয়ে খানাখন্দ অংশটুকু সংস্কার হয়।

এ ব্যাপারে সদরপুর উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার জানান, এটি কোনো টেন্ডারের কাজ নয়। চলাচলে ভোগান্তির কথা চিন্তা করে সাময়িকভাবে এ কাজ করা হচ্ছে।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ