আজকের শিরোনাম :

কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় আহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:২৪

কুমিল্লা -২ আসনের স্বতন্ত্র প্রার্থীর উপর র্দুবৃত্তরা হামলা করে প্রার্থীসহ ৩জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত প্রার্থীসহ দুই কর্মী তিতাস উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। অন্য আহতরা হলো ইমরান(২১)ও ফরিদ উদ্দিন(২৮)।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিতাস উপজেলার কৃতি সন্তান মো. রবিউল ইসলাম(২৫) স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্ধিতা করছেন।

আজ মঙ্গলবার দুপুরে তাহার কর্মী সমর্থকরা সিএনজি চালিত অটোরিকশা যোগে হোমনা উপজেলায় নির্বাচনী প্রচারে গেলে একদল র্দৃবৃত্ত হোমনা বাস  স্টানে তাদের পথরোধ করে অতর্কিত হামলা করে এবং এলোপাতারি পিটিয়ে অটোরিকশা ভাংচুর করে এসময় প্রচার কর্মী ইমরান ও ফরিদ আহত হয়। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম ঘটনা স্থলে গেলে তাকেও মাথায় আগাত করে গুরতর আহত করে।

এবিষয়ে হোমনা ওসির নিকটন জানতে চাইলে তিনি বলেন আমাদের নিকট কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো। হোমনা সহকারী রির্টারিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি।

 

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ