আজকের শিরোনাম :

সুনামগঞ্জে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ায় গ্রেফতার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৮

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় জামালগঞ্জ থানায় ৮৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য  মোঃ শুক্কুর আলী। 

আজ ভোর রাতে মামলাটি রেকর্ড ভুক্ত করে পুলিশ।  মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতা আরও ৫০ জনকে আসামী করা হয়। 

এ ঘটনায় জুলফিকার রানা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসেম বলেন, নির্বাচনী কার্যাল আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে। 

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নরে উজান লালপুর গ্রামের সুনামগঞ্জ ১ আসনের মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে পুরো অফিস ও অফিসে সংরক্ষিত আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভুত হয়। 

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ