আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় মহাজোট প্রার্থী নুরুল ইসলামের গণসংযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাপা নেতা আলহাজ অ্যাড. নূরুল ইসলাম তালুকদার এমপি গত রোববার দিনভর দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। 

সন্ধ্যায় উপজেলা সদরে মহাজোট নেতাকর্মীদের সাথে নিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লাঙ্গল মার্কার লিটলেট বিতরণ করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা আব্দুস সামাদ প্রাং, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, দুপচাঁচিয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি ৩৮, বগুড়া-৩ এলাকার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিলন, কমিটির সদস্য ও বাংলাদেশ ইন্সটিটিউট গ্যাস এন্ড সিরামিক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহরিয়ার শাকিল, সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা আহসানুল ইসলাম ফেমাস, ইডেন কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম আহবায়ক মাহবুবা নাসরিন, উপজেলা জাপার সভাপতি তছলিম উদ্দিন তালুকদার, সহসভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, পৌর জাপার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও সোমবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লবের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবলীগের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। 

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী এখনও মাঠে না থাকায় এ আসনে নির্বাচনী প্রচারণার উত্তাপ না ছড়ালেও গত ১৮ডিসেম্বর জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিনের উপস্থিতি উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভার পর থেকে মহাজোটের নেতাকর্মীরা জোরেসোরেই মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

এ ছাড়াও বিএনএফ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গারিব/জসিম
    
 

এই বিভাগের আরো সংবাদ