আজকের শিরোনাম :

ফরিদপুর-৩ আসনে নৌকার প্রচারে প্রধানমন্ত্রীর নাতনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনী (সায়মা ওয়াজেদ পুতুলের দুই মেয়ে) আলীজে খন্দকার এবং আমরিন খন্দকার। 

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর আসনের একাধিক স্থানে পথসভায় তারা নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান। বক্তব্য রাখেন উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে। আলীজে খন্দকার এবং আমরিন খন্দকার বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। 

বিকেলে ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর খেয়াঘাট সংলগ্ন বক্তার হোসেন খানের বাড়ীতে নির্বাচনী উঠোন বৈঠকে তারা যোগ দেন। ৭ন ওর্য়াডের মহিলা আওয়ামী লীগের নেত্রী মদিরা আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা জামান, ছোট মেয়ে খন্দকার শাহারিন হোসেন পিংকি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কে এম আজম খসরু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, শ্রমিক লীগ নেতা বক্তার হোসেন খান, সুরাইয়া পারভীন, সোহেলী ইমরোজ পুনম, জান্নাতুল ফেরদৌস সিমা, আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ, মাজেদুর রহমান মাজেদ, মারজিয়া প্রমুখ। 

নির্বাচনী উঠোন বৈঠকে বক্তারা বলেন, ফরিদপুরে বিগত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন কর্মকান্ড হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাত দিয়ে। 

উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আসন্ন নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সমাবেশের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর নাতনীদের একনজর দেখতে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মহিলারা ভীড় জমান।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ