আজকের শিরোনাম :

হাতিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের বাড়ীতে অভিযান চালিয়ে তার সহযোগী তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, হকসাব (২৮), আবদুল মোতালেব (৫৩) ও মো. কামরুল ইসলাম। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে এক ধরনের মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের মাধ্যমে নির্বাচনকে পন্ড করে দেওয়ার চক্রান্ত করছে। এমন গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও ওসি জানান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ