আজকের শিরোনাম :

পেকুয়ায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫

কক্সবাজারের পেকুয়ায় মহাজোট প্রার্থীর আরো একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার ভোররাত ২টার দিকে শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কাচারীমোড়া এলাকায় অফিসটিতে আগুন দেয়া হলেও সকালে বিষয়টি জানাজানি হয়। এই নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ক্যাডারদের দায়ী করেছেন নৌকার প্রার্থী আলহাজ জাফর আলম। এই নিয়ে ওই উপজেলায় ৬টি মহাজোট প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়া হলো। 

মহাজোট প্রার্থীর অফিস পুড়িয়ে দেয়ার ঘটনার ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ মুঠোফোনে জানান, বিএনপির কোন নেতাকর্মী কারো অফিস পুড়ায়নি। বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে সরিয়ে রাখতে একের পর এক সাজানো  ও গায়েবী মামলা দায়ের করা হচ্ছে। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভুঁইয়া বলেন, ঘটনা শুনে ওই এলাকায় পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ