আজকের শিরোনাম :

‘চারদিকে নৌকার গণজোয়ার’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, এবারের নির্বাচন এবং ১৯৭০ সালের নির্বাচনের ভূমিকা সমান। কেননা ৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকার গণজোয়ার সৃষ্টি ছিলো। গণজোয়ার ওঠেছে। এই গণজোয়ার কেও ঠেকাতে পারবে না।

মির্জা আজম ২২ডিসেম্বর মেলান্দহ উপজেলার দুরমুট ও চর বানিপাকুরিয়া ইউনিয়ন ও মেলান্দহ পৌরসভায় ২০টি নিবার্চনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিগত সরকারের অপকর্ম, অত্যাচার, নিষ্ঠুরতায় মানুষ অতিষ্ট হয়েছে। সেজন্য তাদের কোন প্রার্থী মানুষের কাজে যেতে পারছে না। 

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ সোহরাব হোসেন বাবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদস্য হাজি দিদার পাশা, সফিক জাহেদী রবিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শাহ মো. আ: মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ