আজকের শিরোনাম :

বোদায় বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে জনতার ভীড়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭

পঞ্চগড়ের বোদায় একটি বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে দিনভর উৎসুক জনতার ভীড় লক্ষ করা গেছে। চিতা বাঘটি দেখা গেছে আজ শনিবার উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দনুয়াপাড়া গ্রামে। ঐ গ্রামের একটি নালা নদীর ঝোপে বাঘটি আটকে ছিল।

আনুমানিক সাত ফিট লম্বা ও চার ফিট উচু চিতা বাঘটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষজন চিতা বাঘটি দেখতে ঘটনাস্থলে ভীড় করে। উৎসুক জনতার ভীড় সামলাতে ঘটনাস্থলে বোদা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

এ রির্পোট লেখা পর্যন্ত চিতা বাঘটিকে আটক করা করা যায়নি। পুলিশ ও এলাকাবাসী বাঘটি ঘিড়ে রেখেছে। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম জানান, রংপুর চিরিয়াখানা থেকে লোকজন এসে বাঘটি আটক করবে। এলাকাবাসীরা ধারণা করছেন ভারতীয় সীমান্ত দিয়ে এই চিতা বাঘটি বাংলাদেশে প্রবেশ করেছে।    

 

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ