শ্রীমঙ্গলের বৃষ্টি বিলাসে পিঠা উৎসব শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৩

শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত বৃষ্টি বিলাস গেষ্ট হাউজ এন্ড রেস্টুরেন্টে শুরু হয়েছে ৫ দিনব্যাপি পিঠা উৎসব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ উদ্ধোধন করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।

বিশেষ অতিথি ছিলেন বিএডিসি শ্রীমঙ্গলের উপ-পরিচালক মো.খলিলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামছুল ইসলাম ও স্বর্নপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল। বক্তব্য রাখেন বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ ও মিসেস ফাতেমা ইসলাম।

দেশিয় এই পিঠা উৎসবে ৭/৮ রকমের পিঠা প্রদর্শনসহ অতিথিদের  আপ্যায়ন করা হয়। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি বিলাস গেষ্ট হাউজের আয়োজনে এই পিঠা উৎসব চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

পিঠা উৎসবে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ বিভাগ, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রন জানানো হয়েছে।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ