আজকের শিরোনাম :

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের নেতাদের আগমন ঠেকাতে মহাসড়কে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ২০:১৭

নারায়ণগঞ্জের বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুরে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে ঐক্যফ্রন্টের নেতাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ৩টায় মদনপুর মহাসড়কে কাঠের গুড়ি ফেলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 
এ স্থান দিয়েই বন্দরের সোনাকান্দা এলাকাতে যাওয়ার পথ। সোনাকান্দায় বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের আয়োজন করেছিল। সেখানে ঐক্যফ্রন্টের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সকল নেতাদের এ পথ দিয়ে সমাবেশে যাওয়ার কথা ছিল।

বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের আগমন ঠেকাতেই মদনপুরে আওয়ামী লীগের নামধারী লোকজন সড়ক বন্ধ করে দেয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন ধরিয়ে সড়ক বন্ধ করে দিলেও বিকল্প পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাস্থলে পৌঁছেন। বিকাল ৩টায় মির্জা ফখরুলের গাড়ি বহর কাঁচপুর পৌঁছালে বাধার মুখে পড়ে। কারণ মদনপুর হতে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান করে যানবাহন বন্ধ করে দেয়।

এ অবস্থায় বিকেল ৩টায় ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর কাঁচপুরে আটকা পড়ে। পরে প্রায় ৪০ মিনিটে উল্টো রাস্তায় পুলিশ প্রহরায় গাড়ি বহর বিকল্প পথে সোনাকান্দায় সভাস্থলে পৌঁছে দেওয়া হয়। পরে সন্ধ্যায় সমাবেশ শেষ হলে পুলিশ পুনরায় ঐক্যফ্রন্ট নেতাদের ঢাকার পথে পৌঁছে দেয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ