আজকের শিরোনাম :

শৈলকুপায় চলতি মৌসুমে ২১শত ৩০ হে. জমিতে সরিষার চাষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

ঝিনাইদহের শৈলকুপায় সরিষা আবাদে ঝুঁকে পড়েছে কৃর্ষকরা। চলতি মৌসুমে শৈলকুপা উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ২ হাজার ১শত ৩০  হে. জমিতে সরিষার আবাদ  হয়েছে ।

শৈলকুপা কৃষি অফিস সুত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় সরিষার দাম বৃদ্ধি হওয়ায়  সরিষা চাষের দিকে কৃষকরা বেশি ঝুঁকে পড়েছে। এ বছর  বারি ১৪,বারি ১৫, টরি ৭ ও দেশী জাতের সরিষা আবাদ হয়েছে।

লাঙ্গলবাঁদ এলাকার চাষি চাঁদ আলী  জানান,  বর্তমানে সরিষার দাম বেশিও ফলন  ভাল হওয়ায় গতবছরের তুলনায় বেশি জমিতে সরিষার আবাদ করেছি।  তবে প্রতি বিঘা জমিতে সার সেচসহ প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা মোট খরচ হয়। ভাল হলে  উৎপাদন হয় ৫/৬ মন। যার বাজার মুল্য ১০থেকে ১২ হাজার টাকা।  

এ ব্যাপারে কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, বোর ধানের আবাদ কম হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে  প্রায় ৫ হাজার মেঃ টঃ সরিষা উৎপাদন হবে বলে  তিনি আশাবাদী।

 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ