‘বিএনপি এখন ভুল বকতে শুরু করেছে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ১৩:১১

বিএনপি এখন ভুল বকতে শুরু করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তারা ভোট না চেয়ে সরকারকে দশারফ করছে। 

তারা যেখানেই যাচ্ছে সেখানেই নেতাকর্মী ছাড়া কোন ভোটার ভিরছেনা। এখন তারা ভোটটাকে বানচাল করার জন্য নতুন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড চালানোর চেষ্টা করছে এবং ভোটারদের মাঝে ভয়-ভীতি, আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করছে।

খালিদ মাহমুদ বলেন, এই খালেদা, নিজামী, তারেকরা ও জেনারেলরা বিএনপির সময় কৃষকদের একটি বছর শান্তিতে থাকতে দেয় নাই। তারা সার, কীটনাশক, তেল দিতে পারে নাই। 

উপরন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মামলা করে তাদেরকে নাজেহাল করে রেখে ছিলেন। আওয়ামী নেতাদের হত্যা করেছিলেন। 

তাই ২০০৮ সালে জনগণ বিপুল ভোটে তাদেরকে পরাজিত করে ঐ হামলা ও হত্যা কারীদের প্রতিশোধ নিয়েছিল বাংলার জনগণ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে, মহনপুর মোড় ও হরিশচন্দ্রপুর স্কুল মাঠে পথসভার বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলি বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/সুবল রায়/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ