আজকের শিরোনাম :

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা : নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩

বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। 

বুধবার দিনগত রাত ৩টার দিকে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার খুলনা মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালি গ্রমের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২), মোংলা পৌরসভার সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল (২৫)। 

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মলয় রায় ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস রামপালের সোনাতুনিয়া এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। এ ছাড়া আরও ১৫ জন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ২টি, খুলনা ২টি ও মোংলার ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভিতর আটকে পড়া আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা করে রাস্তার ওপর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ