আজকের শিরোনাম :

গাইবান্ধা-১ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০২

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে উঠেছে।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। তারা নাওয়া-খাওয়া ছেড়ে রাতের ঘুমকে হারাম করে নির্বাচনী এলাকার গ্রাম-গঞ্জ, মাঠ-ঘাট, হাট-বাজারে চষে বেড়াচ্ছেন। অনেকেই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন নিজেদের পক্ষে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

ইতোমধ্যে এ আসনে সর্বত্রই নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। হোটেল-রেস্তোরা, চায়ের দোকান, ক্ষেত-খামারসহ পাবলিক স্পটগুলোতে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীদের নিয়ে চুলছেরা বিশ্লেষন করছেন। কে হবেন আগামী নির্বাচনে তাদের উন্নয়নের কা-ারী তা নিয়ে চলছে বিতর্কের ঝড়। 

এ আসনে আগামী সংসদ নির্বাচনে মহাজোটের লাঙ্গল ও ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কমবেশি সকলেই নির্বাচনী মাঠ চষে বেড়ালেও মহাজোট ও ২০ দলীয় জোটের প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ সরব রেখেছেন। মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থী বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ২০ দলীয় জোটের ধানের শীষ মার্কার প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারের প্রচার-প্রচারণার মাইকের আওয়াজে উপজেলার সর্বত্রই সরগরম হয়ে উঠেছে। 

এ ছাড়া তারা নিজেরাই নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌর এলাকায় উঠান বৈঠক ও জনসংযোগ করায় এ আসনটিতে নির্বাচনী উৎসবের সৃষ্টি হয়েছে। 

এ খবর লেখা পর্যন্ত প্রচার-প্রচারণায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 


এবিএন/শাহ মোঃ রেদওয়ানুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ