আজকের শিরোনাম :

‘প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নেই’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৮

খুলনা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নেই। তারা খুবই শক্তিশালী। পাল্টা কৌশল অবলম্বন করে তাদেরকে পরাস্ত করতে হবে। সাংগঠনিকভাবে আমরা যতবেশী শক্তিশালী হবো ততই আমাদের জন্য ভালো হবে। সংগঠনকে শক্তিশালী করার আহবান জানিয়ে বাবু আরো বলেন, এই নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। 

আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে একতাবদ্ধ হতে হবে। সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। 

আগামী ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন এমপির পাইকগাছার আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন। পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহরাব আলী সানা। 

মঙ্গলবার দুপুরে পাইকগাছা পৌরসভায় উর্মিলা কমপ্লেক্সে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রশীদুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, কয়রা উপজেলা আ.লীগের সভাপতি জি এম মহাসিন রেজা, আ.লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আক্তারুজ্জামান সুজা মোল্লা, রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও কে এম আরিফুজ্জামান তুহিন, আবুল বাশার বাবুল সরদার, গাজী নজরুল ইসলাম, এস এম রেজাউল হক, জি এম ইকরামুল ইসলাম, পঞ্চানন সানা, শেখ গোলাম রব্বানী, এস এম ইব্রাহিম, আঃ সবুর ঢালী, আঃ সাত্তার সানা, খায়রুল ইসলাম মোল্ল্যা, জিয়াদ আলী, নূরুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ বেনজীর আহমেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন, মঙ্গল মঙ্গল, সুকৃতি মোহন সরকার, বিমল সরকার, বিভূতিভুষণ সানা, নির্মল চন্দ্র অধিকারী, আলহাজ মুনসুর আলী গাজী, শংকর দেবনাথ, সরদার গোলাম মোস্তফা, নির্মল মজুমদার, মাসুমা বেগম, নিলিমা চক্রবর্তী, মানা বেগম, সুলতানা মিলি, শেখ জুলি, প্রভাষক ময়নুল ইসলাম, দিদারুল ইসলাম, তৃপ্তি সেন, আঃ আলিম গাজী, শেখ হারুনর রশিদ, শেখ মিথুন মধু, শেখ আনিছুর রহমান মুক্ত, এস এম শামসুর রহমান, জাফর উল্লাহ পাড়, আব্দুল আজিজ, মৃনাল কান্তি মন্ডল, বাহারুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, মশিয়ার রহমান, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি।  

এবিএন/তৃপ্তি সেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ