‘মহাজোট প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০১

আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

তাই নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে বাড়ি বাড়ি গিয়ে এ আসনে মহাজোট প্রার্থীর লাঙ্গল মার্কায় পক্ষে ভোট চাইতে হবে। সেই সাথে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় ছিনিয়ে আনতে হবে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। 

উপজেলা চাউল কল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড., নূরুল ইসলাম তালুকদার এমপি, বগুড়া জেলা আ.লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তবিবর রহমান তবি, উপদপ্তর সম্পাদক মাশরাফী হিরো, উপপ্রচার সম্পাদক আল্ রাজী জুয়েল, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা খাতুন শেফালী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, ছাত্রলীগ আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আ.লীগ নেতা আবু সাঈদ ফকির, আদমদীঘি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু,  প্রমুখ। 

এ সময় দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম
                         
 

এই বিভাগের আরো সংবাদ