আজকের শিরোনাম :

চিলমারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৬৪৩ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা।

এসময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোঃ কামরুল হাসান, উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সহিদুল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম-৪ নির্বাচনী এলাকার চিলমারী উপজেলায় মোট ৪২টি ভোট কেন্দ্রে ১৯০টি ভোট কক্ষের জন্য প্রিজাইডিং অফিসার ৪৪জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২০০জন ও পুলিং অফিসার ৩৯৯ জন মিলে মোট ৬৪৩জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
 

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ