আজকের শিরোনাম :

গোদাগারীতে স্বর্ণসহ পাচারকারী আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:০০

রাজশাহীর  গোদাগারীতে ১০০ ভরি স্বর্ণ উদ্ধার,  ড্রাইভারসহ তিন পাচারকারীকে আটক করেছে জেলা করেছে গোদাগারী মডেল থানা পুলিশ।
(১৭ ই ডিসেম্বর) সোমবার রাত ৩টার দিকে মহিষাল বাড়ী এলাকা থেকে ঢাকা  হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি মাক্রোবাসে তল্লাশী চালিয়ে ১০ ভরি ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার ও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। 

এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তির মোড় এলাকার মৃত সুবেদ আলীর ছেলে ওসমান গনি (৩৫), হরিপুর এলাকার  সোনাদী মন্ডলের ছেলে ইসারুল ইসলাম (৩০) , রশিদ নগর এলাকার শফিকুল ইসলামের ডালিম (২৫) এবং চালক রামকৃষ্টপুর মাঝপাড়ার মৃত মুর্ত্তেজার ছেলে  ইসমাইল।

এ ব্যাপারে গোদাগারী থানায় মামলা হয়েছে। গোদাগারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিনুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহিশাল বাড়ী এলাকায় অবস্থান নেয়। 

রাত ৩ টার দিকে মহিলা কলেজের সামনে সামনে ঢাকা বিমান বন্দর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি মাক্রোবাসের গতিরোধ করেন। 

এ সময়  তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান এই চক্রটি অনেক দিন থেকেই এই চোরাকারবারের সাথে জড়িত, কাতারে কাজের নাম করে থাকে এবং বিভিন্ন সময় দেশে এভাবে স্বর্ণ পাচার করে থাকে।
 
এবিএন/শামসুজ্জোহা বাবু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ