আজকের শিরোনাম :

বগুড়ার শেরপুরে বসতঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭

বগুড়ার শেরপুরে একটি বসত বাড়ীতে গতকাল রবিবার দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে প্রায় ৫-৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ঐ বাড়ীর মালিক। অসহায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ী  গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে দিনমজুর শাহাদত হোসেন প্রতিদিনের ন্যায় গত রবিবার সকালে দিনমজুরের কাজ করতে  যায়। তার স্ত্রী বাড়ীর পাশে সাংসারিক কাজে ব্যাস্ত থাকার এক পর্যায়ে তাদের থাকার ঘরে বিকট শব্দ হয়।

শব্দ শুনে বাড়ীর ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খুলে দেখে ফ্রিজের লাইনের কাট আউট থেকে বৈদুতিক সর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকলে বাড়ীর মালিক ও এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ভুক্ত ভোগী শাহাদতের স্ত্রী জানান,ফায়ার সার্ভিসের কর্মীরা দেরীতে আসায় আগেই বাড়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ঘরে রক্ষিত ১ টি ফ্রিজ,খাট,আলমারী,লেপ,তোষক,নগদ (কিস্তিতে তোলা) ৬০ হাজার টাকাসহ প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রতন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে রাস্তা ভ’লের কারণে আমাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরী হয়েছিল।

 

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ